ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

লাল পাঞ্জাবি পরে জন্মদিনের অনুষ্ঠানে এরশাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫
লাল পাঞ্জাবি পরে জন্মদিনের অনুষ্ঠানে এরশাদ ছবি : জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: লাল পাঞ্জাবি পরে তার ৮৫তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। এ সময় তাকে বেশ হাস্যেজ্জ্বল দেখা যায়।


 
শুক্রবার (২০ মার্চ) বেলা সোয়া ১১টায় রাজধানীর গুলশানে একটি কনভেনশন সেন্টারে জাতীয় পার্টি মহানগর উত্তর আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করেন।  

এরশাদের জন্মদিনের অনুষ্ঠানে জাতীয় পার্টি মহানগর উত্তর, মহিলা পার্টি, স্বেচ্ছাসেবক পার্টি, শ্রমিক পার্টি, ছাত্র সমাজ, কৃষক পার্টি, মৎস্যজীবী পার্টি, প্রাক্তক সৈনিক পার্টি ও মুক্তিযোদ্ধাসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠন আলাদা আলাদা কেক কাটার আয়োজন করে।
 
এছাড়া অনুষ্ঠানে জাতীয় পার্টির বিভিন্ন সহযোগী সংগঠন, থানা ও ওয়ার্ড কমিটির পক্ষ থেকে নেতাকর্মীরা ফুল দিয়ে এরশাদকে শুভেচ্ছা জানান।
 
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।