ঢাকা: সম্প্রতি গুলশানে নৌ-মন্ত্রী শাহজাহান খানের মিছিলে হামলার ঘটনায় জড়িত বিএনপিকর্মী রেজাউর রহমান ওরফে ফাহিম পেট্রোলবোমা ও ককটেলসহ আটক হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনগত রাত সোয়া ১টার দিকে তাকে আটক করে ৠাব-১০।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৠাব-১০ এর অপারেশন অফিসার এএসপি নাজমুল হাসান বাংলানিউজকে বলেন, বিএনপি নেতা ফাহিমকে যাত্রাবাড়ী থানাধীন ডেমরা রোডের ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে থেকে আটক করা হয়েছে।
এসময় তার হাতে থাকা বাজারের ব্যাগ থেকে ২০টি ককটেল ও ২০টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়। ৠাবের চেকপোস্টের সামনে দিয়ে হেঁটে যাওয়া সময় সন্দেহ হলে তাকে তল্লাশি চালিয়ে এসব পাওয়া যায়।
তিনি আরও জানান, আটক ফাহিম গত ১৬ ফেব্রুয়ারি নৌ-মন্ত্রী শাহজাহান খানের নেতৃত্বের মিছিলে বোমা হামলাকারীদের মধ্যে অন্যতম। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫