ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

দুই দলের `স্বৈরশাসন’ থেকে মানুষ মুক্তি চায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫
দুই দলের `স্বৈরশাসন’ থেকে মানুষ মুক্তি চায় ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্বৈরশাসনের অভিযোগ নিয়ে নব্বইয়ের দশকে ক্ষমতা হারানো জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আজ দুই দলের স্বৈরশাসন থেকে দেশের মানুষ মুক্তি চায়। দুই দল গণতন্ত্রের কথা বলেছিল, তারা বলেছিল, আপনি ক্ষমতা হস্তান্তর করুর, আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবো।

কিন্তু কথা রাখেনি তারা।
 
শুক্রবার (২০ মার্চ) দুপুরে গুলশানের একটি কনভেনশন সেন্টারে নিজের ৮৫তম জন্মদিনে এসব কথা বলেন তিনি।

এইচ এম এরশাদের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি মহানগর উত্তর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
 
আওয়ামী লীগ ও বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আপনারা কী গণতন্ত্র পুনঃউদ্ধার করেছেন? এই পর্যন্ত একটা সংসদও কার্যকর হয়নি, সংসদে বিরোধী দলের কোনো ভূমিকা নেই।

একমাত্র জাতীয় পার্টিই বর্তমান সংসদে ‘কার্যকর’ বিরোধী দলের ভূমিকা রাখছে বলে দাবি করেন এরশাদ।

জাতীয় পার্টি ফের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে জানিয়ে ‌এরশাদ বলেন, এই স্বপ্ন আমাদের পূরণ হবেই ইনশা আল্লাহ।

‘আগামী নির্বাচনে ১৫১ আসনে নির্বাচিত হয়ে এই স্বপ্ন পূরণ করবো,’ যোগ করেন তিনি।
 
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, দেশের বর্তমান অবস্থায় একমাত্র জাতীয় পার্টিই পরে মানুষের শান্তি ফিরিয়ে আনতে।

তার দল মাথা উঁচু করে দাঁড়িয়ে উঠেছে বলেও দাবি করেন তিনি।

এইচএম এরশাদ বলেন, এখনও দেশের বিভিন্ন জেলার সাংগঠনিক কাযক্রম ঘুমন্ত অবস্থা আছে, সবাইকে জাগিয়ে তুলতে হবে।

‘মানুষের মনে আশা জাগিয়ে তুলতে হবে। তারা আশা করেন, জাতীয় পার্টি আবারও ক্ষমতায় আসবে, দেশে শান্তি ফিরিয়ে আনতে। কলের চাকা ঘুরবে, শ্রমিকরা কাজ করবে,’ বলেন তিনি।
 
আসন্ন ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মেয়র ও কাউন্সিলর প্রার্থী থাকবে বলেও জানান পার্টির চেয়ারম্যান।

তিনি বলেন, সিটি নির্বাচনেই জাতীয় পার্টির জনপ্রিয়তা প্রমাণ করবে।
 
লাল পাঞ্জাবি গায়ে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেওয়া এরশাদ বলেন, প্রত্যেক জন্মদিনই আনন্দের, আমার সন্তানরা (জাতীয় পার্টির নেতা-কর্মী) আজ দিনটি উদযাপন করছে, আমি খুবই আনন্দিত।
 
জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সাল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠানে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম, সায়েদুর রহমান টেপা, সুনীল শুভ রায়, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আহমেদ বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টি মহানগর উত্তর, মহিলা পার্টি, স্বেচ্ছাসেবক পার্টি, শ্রমিক পার্টি, ছাত্র সমাজ, কৃষক পার্টি, মৎস্যজীবী পার্টি, প্রাক্তন সৈনিক পার্টি ও মুক্তিযোদ্ধা এবং এর সহযোগী সংগঠনগুলো  পৃথক কেক কেটে দলীয় প্রধানের জন্মদিন উদযাপন করে।
 
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।