ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

সালাহ উদ্দিনের ব্যাপারে সরকার খোঁজখবর নিচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫
সালাহ উদ্দিনের ব্যাপারে সরকার খোঁজখবর নিচ্ছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির নেতা  সালাহ উদ্দিনের ব্যাপারে সরকার খোঁজখবর নিচ্ছে। কয়েক জায়গায় অভিযানও চালানো হয়েছে।



শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসন মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পরে দেশব্যাপী সড়ক ও পরিবহন সেক্টরে নাশকতারোধ এবং নিরাপদ যানবাহন চলাচলের লক্ষে করণীয় বিষয়ে সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। বৈঠকে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন।

ইনু বলেন, এতোদিন যারা সালাহ উদ্দিনকে আত্মগোপনে রেখে টেলিভিশন চ্যানেলে খবর প্রচার করেছেন তাদের কাছেই আমাদের প্রশ্ন আপনারাই তাকে খুঁজে বের করুন। আমাদের বিশ্বাস আপনারাই তাকে লুকিয়ে রেখে সরকারের ওপর চাপ সৃষ্টি করছেন।

তিনি  আরো বলেন, জাতিসংঘ অথবা দেশের ভিতরে যারা সংলাপের কথা বলছেন তারা সবাই আগুন সন্ত্রাসের পক্ষে কথা বলছেন। আগুন সন্ত্রাসীদের সঙ্গে কিভাবে আলোচনা হয়? আগুন সন্ত্রাসীদের যদি ছাড় না দিই, তাহলে আগুন সন্ত্রাসের নেত্রী খালেদা জিয়াকেও একচুল ছাড় দেওয়া হবে না।

এদিকে, বৈঠকে জেলার বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে আলাপকালে মন্ত্রী শাজাহান খান বলেন, দাবি আদায়ে গড়ে উঠা গণআন্দোলন ও সহিংস সন্ত্রাসী কার্যকলাপ এক নয়।

তিনি বলেন, এদেশের ইতিহাসে অসংখ্যবার গণআন্দোলন গড়ে উঠেছে, সেখানে সরকারের প্রশাসনই বরং আক্রমণ চালিয়েছে এবং ওই আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে। এর ফলে সরকারও এক সময় দাবি মেনে নিতে বাধ্য হয়েছে।
 
কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে  সভায় আরো উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা ওসমান আলী, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, পরিবহন মালিক সমিতির সভাপতি ¦ সদর উদ্দিন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।