ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

সম্মান রক্ষায় ডিসিসি নির্বাচনে আসুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫
সম্মান রক্ষায় ডিসিসি নির্বাচনে আসুন ছবি : শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনে অংশ নিয়ে খালেদা জিয়াকে সম্মান রক্ষা করতে বললেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

শুক্রবার (২০ মার্চ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোল টেবিল মিলনায়তনে  সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।



আলোচনা সভার আয়োজন করে জিল্লুর রহমান স্মৃতি পরিষদ।

আহমদ হোসেন বলেন, এবার সম্মান রক্ষার একটা সুযোগ এসেছে, সেটা কাজে লাগান। ৫ জানুয়ারি ট্রেন চড়তে পারেননি, একই ভুল ডিসিসি নির্বাচনের ক্ষেত্রেও যেন না হয়।
 
তিনি আরও বলেন, ডিসিসি নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের চাঙ্গা করুন।
 
হরতাল প্রসঙ্গে বলেন, বিভিন্ন গণমাধ্যম বলছে হরতাল অকার্যকর কিন্তু খালেদা জিয়া বেহায়ার মতো হরতাল দিচ্ছে।

বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন প্রসঙ্গে তিনি বলেন, তাকে নিয়ে নাটক করছে বিএনপি। তিনিও আগেও আন্ডার গ্রাউন্ডে ছিলেন। সরকারের বিভিন্ন বাহিনী তাকে খুঁজে বের করার চেষ্টা করছে।   তাকে নিয়ে লুকোচুরি হচ্ছে, এর একটা শেষ দরকার।
 
আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ অ‍া ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘জিল্লুর রহমান অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি কখনও নির্দেশ দিতেন না সব সময় পরামর্শ দিতেন। বঙ্গবন্ধুর আদর্শে তিনি পরিপূর্ণ ভাবে ধারণ করেছিলেন। ’
 
জিল্লুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি এম এ করিমের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে অ‍ালম মুরাদ, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান বলরাম পোদ্দার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।