সাভার (ঢাকা): দেশকে ধ্বংস ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ২০১৩ সালে অর্থনীতি ধ্বংসের ষড়যন্ত্র হলেও আমাদের অর্থনীতি এখনো অনেক মজবুত রয়েছে। তবে ষড়যন্ত্র এখনো চলছে।
তিনি বলেন, খালেদা জিয়া আন্দোলনের নামে স্কুলগুলো পুড়িয়ে দিচ্ছেন, মানুষ পুড়িয়ে মারছেন। সারাদেশে স্বাভাবিক অবস্থা বিরাজ করলেও, চোরাগোপ্তা হামলা চালাচ্ছে বিএনপি। এ ধরনের সহিংসতার সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। আইন সবার জন্যই সমান, কাউকে ছাড় দেওয়া হবে না।
এসময় তিনি ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতু দিয়ে যাতায়াত করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলা, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ বেপারী ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আনোয়ার হোসেন, ভাকুর্তা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিনসহ আরও অনেকে।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫