সিরাজগঞ্জ: বিএনপির নেতারাই হরতাল-অবরোধ মানছে না বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শুক্রবার (২০ মার্চ) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, খালেদা জিয়ার নাম শুনলেই দেশের মানুষ পেট্রোলবোমা আর ককটেল আতঙ্কে ভোগেন। তিনি এখন আর কোনো রাজনৈতিক দলের নেত্রী নন। জঙ্গি নেত্রী হিসেবে নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন।
মন্ত্রী বলেন, খালেদা জিয়া নিজের ও পুত্রের দুর্নীতির মামলা বানচাল, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য সন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছেন। কথিত আন্দোলনের নামে অবরোধ ও হরতাল ডেকে তিনি মানুষ খুন করছেন। জনগণ তো নয়ই, নিজ দলের নেতারাই এখন তার হরতাল-অবরোধে সাড়া দেন না।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, চেম্বার প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য, সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার তুষার কান্তি দেবনাথ, ডিজিএম সুলতান নাসিমুল হক, মিজানুর রহমান দুদু প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫