ঢাকা: তিন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে বিএনপি ‘পজেটিভ’ রয়েছে বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য ড. এমাজউদ্দীন আহমদ।
শুক্রবার (২০ মার্চ) রাত পৌনে ৯টার দিকে নয় সদস্যের এক প্রতিনিধি দল নিয়ে গুলশান রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।
এমাজউদ্দীন আহমদ বলেন, নির্বাচনে বিএনপি আসতে পারে। বিএনপি সব সময় নির্বাচনমুখী দল। এ ব্যাপারে পুরো সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি। তবে সবাই মত দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশের ওপর আন্দোলনের রূপরেখা পরিবর্তন হতে পারে বলে এ সময় মন্তব্য করেন এমাজউদ্দীন আহমদ।
‘নিখোঁজ’ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খালেদা জিয়া উল্লেখ করে ড. এমাজউদ্দীন আরও বলেন, বৈঠকে এ নিয়ে কথা হয়েছে। খালেদা জিয়া বলেছেন- সরকারি কর্মকর্তারাই তাকে নিয়ে গেছে সুতরাং তাকে সরকারি কর্মকর্তাদেরই ফিরিয়ে দেওয়া উচিৎ।
সিটি নির্বাচনকে কেন্দ্র করে চলমান আন্দোলন তুলে নেওয়া হবে কি-না সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ড. এমাজউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের পরিস্থিতি সুন্দর হওয়ার ওপর এ বিষয়টি নির্ভর করছে।
এ সময় গণস্বাস্থ্য বোর্ডের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. জাফর উল্লাহ চৌধুরী বলেন, মূলত আসন্ন নির্বাচনের সুষ্ঠু পরিবেশের দিকেই বিএনপি নজর দিচ্ছে। এ বিষয়টিই বিএনপির কাছে এখন গুরুত্বপূর্ণ।
প্রতিনিধি দলটি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে। এ দলের অন্যরা হলেন, সাংবাদিক মাহফুজ উল্লাহ, আবদুল হাই সিকদার, ড. ওবায়দুল ইসলাম, ড. গোলাম উদ্দিন খান, ইউসূফ হায়দার, তাহমিনা আক্তার ও ড. মামুন আহমেদ।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫