ঢাকা: তিন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে বিএনপি ‘পজেটিভ’ রয়েছে বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দীন আহমদ।
শুক্রবার (২০ মার্চ) রাত পৌনে ৯টার দিকে নয় সদস্যের এক প্রতিনিধি দল নিয়ে গুলশান রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।
এমাজউদ্দীন আহমদ বলেন, নির্বাচনে বিএনপি আসতে পারে। বিএনপি সব সময় নির্বাচনমুখী দল। এ ব্যাপারে পুরো সিদ্ধান্ত নেবে স্থায়ী কমিটি। তবে সবাই মত দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫