ঢাকা: সরকারের বিরুদ্ধে গুম, খুন, অপহরণ, গুলিবর্ষণ ও গণগ্রেফতারের অভিযোগ তুলে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
শুক্রবার (২০ মার্চ) বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
৫ জানুয়ারির নির্বাচনকে সর্বকালের নিকৃষ্ট কৌতুক অবিহিত করে বিবৃতিতে দাবি করা হয়, এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন সরকারের কিছু মন্ত্রী এবং ক্ষমতাসীন দলের কিছু নেতার বক্তৃতা-বিবৃতিতে দেশবাসী লজ্জিত ও ক্ষুব্ধ। শাসনকে দীর্ঘায়িত করার জন্য তারা ক্রমাগত গুম, খুন, অপহরণ, আগ্নেয়াস্ত্রের যথেচ্ছ ব্যবহার এবং গণগ্রেফতার চালিয়ে যাচ্ছে।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছে এবং তা অস্বীকার করা হয়েছে অভিযোগ করে বিবৃতিতে আরও বলা হয়, এসব ঘটনা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, চৌধুরী আলমের কথা স্মরণ করিয়ে দেয়। এ ব্যাপারে দেশের প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী ও সরকার দলীয় নেতার নিষ্ঠুর রসিকতা এবং বক্তব্যে দেশবাসী ক্ষুব্ধ ও ক্রুদ্ধ।
সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ প্রধানমন্ত্রীকে কষ্টের কথা বলার জন্য তার কার্যালয়ের গেটে গেলেও তাকে ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ তোলা হয় বিবৃতিতে।
সরকারকে ‘জনপ্রতিনিধিত্বহীন’ অবিহিত করে বিএনপি জোটের পক্ষ থেকে বলা হয়, এমন বর্বর শাসন চালাতে বাধা না দিলে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন-তাদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে।
এজন্য চলমান আন্দোলনকে ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার শান্তিপূর্ণ‘ আন্দোলন দাবি করে এতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানায় ২০ দলীয় জোট।
বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫