ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

রায়পুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
রায়পুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেফতার ছবি: প্রতীকী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুকুল পাটোয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রায়পুর পৌর এলাকার কাঞ্চনপুর গ্রামের নিজ বাড়ির একটি আলমারির ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়।



রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) ময়নাল হোসেন খাঁন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুকুল পাটোয়ারীকে গ্রেফতার করা হয়। চলতি বছরের ৫ জানুয়ারি ‘আওয়ামী লীগের গণতন্ত্র রক্ষা দিবসে’ আওয়ামী লীগের মিছিলে হামলা ও দলীয় নেতাকর্মীদের কুপিয়ে জখমসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৩১৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।