ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টার অভিযানে ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ।
গ্রেফতার হওয়াদের মধ্যে দুইজন জামায়াত-শিবির, একজন হিযবুত তাহারি ও আটজন বিএনপিকর্মী হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকালে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) এস এম জাহাঙ্গীর আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
ঢাকায় যে কোনো প্রকার নাশকতামূলক কর্মকাণ্ড রোধে মহানগর পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫