চাঁদপুর: চাঁদপুরের পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১০ কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার (২১ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, অবরোধে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়। এছাড়া এদের অনেকের বিরুদ্ধে আগে নাশকতার মামলা রয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) আমির জাফর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫