ঢাকা: বিএনপির বহিস্কৃত নেতা তানভীর আহমেদ সিদ্দিকী ঢাকা সিটি করপোরেশন (উত্তর) নির্বাচনের জন্য মেয়র পদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে তিনি নিজের জন্য নয় তার ছেলে ইরাদ আহমেদ সিদ্দিকীর পক্ষে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
শনিবার (২১ মার্চ) দুপুরে প্রথম প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
ডিসিসি উত্তর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম বাংলানিউজকে বলেন, শনিবার দুপুরে এই প্রথম কেউ মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করলেন। এছাড়া কাউন্সিলর পদের জন্যও অনেকে মনোনয়নপত্র নিয়েছেন। তবে মোট কতজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার হিসেব এখনো করা হয়নি।
ইরাদ আহমেদ সিদ্দিকী ২০১২ সালের স্থগিত ডিসিসি নির্বাচনের সময়ও মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
ছেলের পক্ষে তানভীর আহমেদ সিদ্দিকী মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের বলেন, ইরাদ কোনো দলের পক্ষ থেকে নয়, স্বতন্ত্র থেকেই নির্বাচনে অংশ নেবে।
বিএনপির গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর জানিয়েছেন, তানভীর আহমেদ দলের প্রতিষ্ঠাকালীন সময় থেকেই স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ২০০৮ সালের নির্বাচনের পর দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগে তাকে বহিস্কার করা হয়।
নির্বাচন কমিশনের দেওয়া তফসিল অনুযায়ী, আগামী ২৯ এপ্রিল ডিসিসি উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫