ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নতুন করে ৭২ ঘণ্টা হরতাল ঘোষণার পরপরই রাজধানীর রামপুরা টিভি সেন্টারের সামনে একটি যাত্রীবাসে আগুন দিয়েছে হরতাল-অবরোধকারীরা।
শনিবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে একদল দুর্বৃত্ত ওই গাড়িটির গতিরোধ করে এবং আগুন লাগিয়ে দেয়। এরপর তারা দ্রুত এলাকাছাড়া হয়। বাসের আগুনে ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। সেই সঙ্গে যানচলাচলও সাময়িক বন্ধ থাকে।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫