ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

কৌতূহল দগ্ধদের ছবিতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
কৌতূহল দগ্ধদের ছবিতে ছবি : দীপু / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দুপুরের দিকে এক বিদেশি যুবক সাইকেল থামিয়ে বিএনপি প্রধানের রাজনৈতিক কার্যালয়ের ছবি নিচ্ছিলেন। ঘাড় ফেরাতেই কার্যালয়ের উল্টোদিকের ব্যানারটি চোখে পড়ে তার।

একটু অবাক হয়ে দ্বিগুণ আগ্রহে সে ছবি নেন তিনি।

এ চিত্র শনিবারের (২১ মার্চ), গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের সামনের।

সম্প্রতি ‘সচেতন তরুণ প্রজন্ম’ নামের একটি সংগঠন এই ব্যানারটি টাঙায়। এটি মূলত ৩৪টি ছবির কোলাজ। চলমান হরতাল-অবরোধে পেট্রোল বোমায় দগ্ধদের মুখচ্ছবি দেখানো হয়েছে এতে।

আবারও ৭২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। কিন্তু সেই উত্তাপ নেই দল ও জোটপ্রধানের কার্যালয়ে। সামনের চিত্রও অপরিবর্তনীয়। তবে পথচারীদের মনোযোগ কাড়ছে সামনের ব্যানারটি।

গুলশান স্কুলের শিশুরা ক্লাস শেষে বাড়ি ফিরছে। ব্যানারটি ধরে ধরে ছবিগুলো দেখে নানা মন্তব্য তাদের একজনের, ‘এই লোকটা বেশি পুড়েছে’। অন্যজনের মন্তব্য, ‘আরে, এইটাতো লোক না, এইটাতো মহিলা’।

একজন মাঝবয়সী মানুষ খুব মনোযোগ দিয়ে দেখছিলেন ব্যানারের ছবিগুলো। বেশ সময় নিয়ে দেখলেন সব ছবিই। চলে যাওয়ার সময় তার মন্তব্য, ‘যারা এই আকাম করসে, আল্লাহ তাগো বিচার একদিন ঠিকই করবো’।

এর বেশ কিছুক্ষণ পরে দুই নারী পথচারীর বিরক্তি প্রকাশ ও মন্তব্য, ‘এই ছবি এখানে দিয়ে রাখার কী দরকার বুঝলাম না! খালেদা জিয়াতো বাইরে আইসা দেখতাছেন না, তিনি ভেতরে ঘুমাবেন। এদিকে এই ছবি দেইখা বাচ্চাগো ডর করবে’।

ব্যানারটি গত ১৪ মার্চ দুপুরে হরতাল-অবরোধের প্রতিবাদ ও এসব বন্ধের আবেদন হিসেবে ঝোলানো হয়। তারও আগে (২২ ফেব্রুয়ারি) শিল্পী-সংস্কৃতিকর্মীদের একটি দল অগ্নিদগ্ধদের ৫৪ জনের নামের তালিকা ঝুলিয়ে যান।

এছাড়া একই ধরনের আবেদন জানিয়ে খালেদা জিয়ার উদ্দেশ্যে স্মারক দিয়ে যান চিকিৎসক সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল।

এদিকে অধিকাংশ দিনের মতোই শনিবারও (২১ মার্চ) নিরুত্তাপ রয়েছে গুলশান কার্যালয়। দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আরও ৭২ ঘণ্টার হরতাল শুরু হবে রোববার (২২ মার্চ) থেকে।

গত ৩ জানুয়ারি থেকে এই কার্যালয়ে বসবাস করছেন খালেদা জিয়া। তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানাসহ কার্যালয়ের স্টাফরা রয়েছেন।

যথারীতি কার্যালয়ের সামনে রয়েছেন পুলিশ সদস্যরা। ভেতরে থাকা বিএনপি নেতাকর্মী ও সিএসএফ সদস্যদের কেউ কেউ দেখা দিচ্ছেন বারান্দায়। কেউ আবার গরমে তেষ্টা মেটাতে ঠাণ্ডা পানীয় ও ধূমপান সামগ্রী আনিয়ে নিচ্ছেন পুলিশের চোখ এড়িয়ে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।