আশুলিয়া (ঢাকা) : আওয়ামী লীগে যোগদান করেছেন আশুলিয়া বিএনপির একদল নেতাকর্মী। শনিবার(২১ মার্চ)বিকেলে সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার আশুলিয়ার কুটুরিয়ার বাসভবনে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন এ সব নেতাকর্মী।
ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য এনামুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল লতিফের নেতৃত্বে ৩৪ জন বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।
আওয়ামী লীগের পক্ষ থেকে এ সময় বিএনপির নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।
যোগদান অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান বলেন, বিএনপি এখন সারাদেশে হরতাল অবরোধ দিয়ে আন্দোলনে ব্যর্থ হয়েছে। তাই খালেদা জিয়ার উপর বিএনপির নেতাকর্মীরা আস্থা না রাখতে পেরে আওয়ামী লীগে যোগদান শুরু করেছে। আওয়ামী লীগে যোগদান করায় আমরা তাদের স্বাগত জানাই।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাধারণ সম্পাদক আলী হায়দার,যুবলীগের কেন্দ্রীয় নেতা ফারুক হাসান তুহিন, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন মাদবর,আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন,সাভার পৌর সভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা, যুবলীগ নেতা কবীর হোসেন সরকার, মহিলা আওয়ামী লীগ নেত্রী লিমা আক্তার সহ স্থানীয় নেতাকর্মীরা।
যোগদান অনুষ্ঠান শেষে সকল নেতাকর্মীদের নিয়ে সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার ৬৯তম জন্মদিনের কেক কাটা হয়।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫