ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

ত্রিশালের ৩ ইউনিয়ন-পৌর যুবলীগের কমিটি অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
ত্রিশালের ৩ ইউনিয়ন-পৌর যুবলীগের কমিটি অনুমোদন

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে পৌর যুবলীগ ও তিন ইউনিয়ন যুবলীগের নতুন কমিটি অনুমোদন দিয়েছে উপজেলা যুবলীগ।

শনিবার (২১ মার্চ) বিকেলে উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম সরকার জুয়েল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।



দলীয় সূত্র জানায়, ত্রিশাল পৌর যুবদলের মেয়াদোত্তীর্ণ পুরনো কমিটি ভেঙে দিয়ে সম্প্রতি ছাইদুজ্জামান শাহিনকে আহ্বায়ক ও ফুয়াদ হাসান নিউটনকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট পৌর আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

আমিরাবাড়ী ইউনিয়নে মো. কায়কোবাদ আকন্দকে আহ্বায়ক ও মো. আতাউর রহমান রতনকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি, মোক্ষপুর ইউনিয়নে আমিমুর এহসান পারভেজ তালুকদারকে আহ্বায়ক ও কামাল হোসেন সরদারকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

একই সঙ্গে হরিরামপুর ইউনিয়নে বদরুজ্জামান বাবল‍ুকে আহ্বায়ক ও শরিফুজ্জামান সুরুজকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম সরকার জুয়েল ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান নাসিম যৌথভাবে এসব কমিটির অনুমোদন দেন।

এ বিষয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম সরকার জুয়েল জানান, ত্রিশালে যুবলীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে পৌর ও বিভিন্ন ইউনিয়নের পুরনো মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।