ঢাকা: দেশের বর্তমান সমস্যার সমাধান আলোচনা মাধ্যমেই করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক উপ-প্রধানমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ্ মোয়াজ্জেম হোসেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি আলোচনা করতে চান না।
শনিবার (২১ মার্চ) জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদ।
শাহ্ মোয়াজ্জেম বলেন, দেশে আজ রাজনীতি নাই। এক সময় গণতন্ত্র ছিলো ‘বাই দি পিপল, ফর দি পিপল, অফ দি পিপল’। এখন গণতন্ত্র মানেই আওয়ামী লীগ। আর এদের সঙ্গে যুক্ত হয়েছে কিছু চামচা। এদের কিছু পোশাক পরিহিত, আর কিছু বিনা পোশাকের।
তিনি বলেন, আজ ঘর থেকে বাহির হলে গুম হয়ে যাবে, খুন হয়ে যাবে। কেউ কোন কথা বলতে পারবে না। এ জন্য তো বাংলাদেশ চাইনি। আজ গণতন্ত্র, স্বাধীনতা অবরুদ্ধ। আমাদের অস্তিত্ব অবরুদ্ধ।
যারা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিলো আজ তারা মন্ত্রিপরিষদের সদস্য। এ জন্য আমার কষ্ট হয়। কারণ আমি বঙ্গবন্ধুকে ভালোবাসতাম।
স্মৃতিসংসদের সভাপতি ও সাবেক মন্ত্রী টি এম গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন জাসদের এক অংশের সভাপতি আ স ম আবদুর রব, বিএনপিপন্থি সাংবাদিক নেতা শওকত মাহমুদ, কে এম ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ।
আ স ম আবদুর রব বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের গায়ে পেরেক ঠুকে দেওয়া হয়েছে। সভা-সমাবেশ করা যাবে না, ঘর থেকে বের হওয়া যাবে না, তাহলে গণতন্ত্র কোথায়?
শামা ওবায়েদ বলেন, দেশে অরাজকতা চলছে। ঘরে ঘরে লাশ পাওয়া যাচ্ছে। ইলিয়াস আলী গুম হয়েছে। সালাউদ্দিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, এই সরকার অবৈধ। সরকার বুটের জোরে, ৠাবের জোরে দেশ চালাচ্ছে। গণতন্ত্র বুটের নিচে চাপা পড়েছে। এই সরকারের পতন ঘটাতে হলে সবাইকে একত্রে আন্দোলন করতে হবে।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫