ঢাকা: ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) উত্তর ও দক্ষিণের নির্বাচনে অংশ নিতে মোট ৭০ জন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
শনিবার (২১ মার্চ) বিকেলে দুই সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা এ তথ্য জানান।
ডিসিসি উত্তর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম বাংলানিউজকে বলেছেন, এ পর্যন্ত সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে এক জন ও মেয়র পদে দুই জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদের মধ্যে মেয়র পদে ইরাদ আহমেদ সিদ্দিকী ও কাজী শহিদুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ জানান, শনিবার (২১ মার্চ) বিকেল পর্যন্ত সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে এক জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
কর্মকর্তারা বলেছেন, আগাম প্রচারণা বন্ধ করতে ইসির বেধে দেওয়া ৪৮ ঘণ্টা সময় ইতিমধ্যে পেরিয়ে গেছে। প্রার্থীরাও প্রায় ৯০ শতাংশ প্রচারণা সামগ্রী অপসারণ করেছেন। এরপরও কারো বিরুদ্ধে প্রচারণার অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ২৮ এপ্রিল এ নির্বাচনের ভোটগ্রহণ করবে ইসি।
** ছেলের পক্ষে বিএনপির বহিস্কৃত নেতার মনোনয়ন সংগ্রহ
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫