ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

আইভীর পদত্যাগের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
আইভীর পদত্যাগের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী রহম‍ানের পদত্যাগ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ‘সচেতন নারায়ণগঞ্জবাসী’ ও ‘সচেতন বন্দরবাসী’ নামের দুটি সংগঠন।

তারা এ সময় আইভী রহমানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ ‍তুলেন।

   
 
শনিবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে সংহতি প্রকাশ করেন- চাষাঢ়া পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল হুদা, সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবদুর রশিদ, মোহাম্মদ হুমায়ূন, মো. বিপ্লব, বিশা, মো. সাব্বির প্রমুখ।
 
মানববন্ধনে বক্তারা বলেন, মেয়র আইভি উন্নয়নের নামে নারায়ণগঞ্জবাসীর কাছ থেকে ট্যাক্স আদায় করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে চলেছেন। প্রকৃত পক্ষে এলাকার কোনো উন্নয়ন হচ্ছে না। এছাড়াও শহরে রাজউকের জমির ওপর মাধবী প্লাজা নির্মাণ করেছেন তিনি। পঞ্চবটিতে ৭ বিঘা জমি তার ভাইয়ের নামে লিজ দিয়েছেন পার্ক বানানোর জন্য।

এ সকল অনিময় ও দুর্নীতির জন্য আমরা তার পদত্যাগ ও গ্রেফতারের দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময় : ১৮২৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।