ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় ঐক্য জোট ঘোষিত সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জোটের অন্যতম শরিক দল জামায়াত।
শনিবার (২১ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের পক্ষে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ আহ্বান জানান।
দেশের বর্তমান নৈরাজ্যকর অবস্থা থেকে মুক্তি পেতে তীব্র গণ আন্দোলনের কোনো বিকল্প নেই বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫।