ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

মাগুরায় ট্রাকে পেট্রোল বোমায় দগ্ধ ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
মাগুরায় ট্রাকে পেট্রোল বোমায় দগ্ধ ৯ ছবি : প্রতীকী

মাগুরা: মাগুরা-যশোর মহাসড়কের মঘিঢাল এলাকায় শ্রমিকবাহী ট্রাকে পেট্রোল বোমা হামলায় ৯ জন গুরুতর দগ্ধ হয়েছেন।

এরা হলেন-ইয়ারুল(২৫), ফারুক(৩৫), নাজমুল(৩৫), মইনুল(৪০), ইলিয়াস(৪০), মুক্ত(২২), অরুণ গাইন(৬০), মাহমুদ(১৫), হাসান(২৩)।



শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, কাজ শেষে বালু শ্রমিকরা ট্রাকে মাগুরায় ফিরছিলেন। এ সময় মাগুরা-যশোর মহাসড়কের মঘিঢাল এলাকায় ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ৯ শ্রমিক দগ্ধ হন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

মাগুরা সদর হাসপাতালের ডা. দেবাশিষ বিশ্বাস বাংলানিউজকে জানান, পেট্রোল বোমায় শ্রমিকদের শরীরের ৬০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা খুবই খারাপ। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রাত সাড়ে ৯ টার দিকে মাগুরা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।