ঢাকা: রাজধানীর দৈনিকবাংলা মোড়ে ককটেল বিস্ফোরণে দুই ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার (২১ মার্চ) রাত ৭টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মতিঝিল জোনের ট্রাফিক পুলিশের এএসআই নজরুল ইসলাম (৪৪) ও ট্রাফিক কনস্টেবল কারুজ্জামান (৩৮)।
বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন মতিঝিল জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. শাহজাহান মিয়া।
তিনি বলেন, ট্রাফিক পুলিশ সদস্যরা রাতে ডিউটি করার সময় হঠাৎ করে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় তারা দুইজন আহত হয়।
তিনি আরও বলেন, পরে তাদের মধ্যে কনস্টেবল কামরুজ্জামানকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল ও এএসআই নজরুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পীযূষ বাংলানিউজকে জানান, নজরুলের কানের নিচে ককটেলের স্প্লিন্টারের আঘাত লেগেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে গত ৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ ডাকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এর পাশাপাশি সরকারি ছুটির দিন ছাড়া লাগাতার হরতাল কর্মসূচিও পালন করছে তারা।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫ / আপডেট ২১৫৩ ঘণ্টা