ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

পেট্রোল বোমায় দগ্ধ মুক্তিযোদ্ধার ঢামেকে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
পেট্রোল বোমায় দগ্ধ মুক্তিযোদ্ধার ঢামেকে মৃত্যু প্রতীকী

ঢাকা: ফেনী জেলায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ মুক্তিযোদ্ধা মো. ইউসুফ (৬৭) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২১ মার্চ) দিনগত রাত পৌনে ১০টার দিকে হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



তার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার কাকিড়াচর গ্রামে।

ইউসুফের ছেলে কাউসার খান ‍বাংলানিউজকে জানান, ১৯ মার্চ দিনগত রাতে ট্রাকে মাছ বোঝাই করে আমার বাবাসহ পাঁচজন কুমিল্লা থেকে ফেনী যাচ্ছিলেন। ফেনী জেলার দাগনভূঁইয়া এলাকায় দুর্বৃত্তরা ট্রাকে পেট্রোল বোমা হামলা চালালে সবাই দগ্ধ হন। পরদিন তাদের কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

এ ঘটনার বাবার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসক জানিয়েছেন।

শনিবার (২১ মার্চ) বিকেলে উন্নত চিকিৎসার জন্য বাবাকে ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে রাতে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।