গাইবান্ধা: টানা হরতাল-অবরোধ দিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পাঁয়তারা করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া।
শনিবার (২১ মার্চ) বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলায় জুমারবাড়ী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমাদের এসএসসি পরীক্ষার্থী ১৫ লাখ ছোট্ট সোনামনিদের জীবন নিয়ে খেলছেন খালেদা জিয়া। শেখ হাসিনা যখন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন, তখন খালেদা জিয়া হরতাল-অবরোধ দিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করছেন।
জুমারবাড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. গোলাম শহীদ রঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল, জেলা শিক্ষা অফিসার কুতুব উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম পারভেজ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গোফফার, সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরকার বাবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু ও গাইবান্ধা জেলা বারের কার্যনির্বাহী সদস্য অ্যাড. জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানের জুমারবাড়ী উচ্চ বিদ্যালয় ছাড়াও জুমারবাড়ী বালিকা বিদ্যালয় ও জুমারবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫