ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বই মুখস্ত করে জ্ঞানী হওয়া যাবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
বই মুখস্ত করে জ্ঞানী হওয়া যাবে না বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন ক্লাসের বই পড়ে, কতগুলো বইয়ের পাতা মুখস্ত করে জিপিএ-৫ বা গোল্ডেন পাওয়া যাবে, কিন্তু প্রকৃত জ্ঞানী হওয়া যাবে না।

শনিবার (২১ মার্চ) দুপুরে নীলফামারী রাবেয়া বালিকা নিকেতনে অভিভাবক ও শিক্ষকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



তিনি বলেন, প্রকৃত জ্ঞানী হতে পাঠ্য বইয়ের পাশাপাশি লাইব্রেরি থেকে বই নিয়ে পড়তে হবে। আর এ সুযোগ সৃষ্টি করবে শিক্ষক ও  অভিভাবকরা।

মন্ত্রী আরো বলেন, পরীক্ষায় জিপিএ-৫ অর্জনের প্রতিযোগিতায় শুধু নয়, বাস্তব জীবনে জিপিএ-৫ অর্জনের প্রতিযোগিতার জন্য শিশুদের গড়ে তুলতে হবে। এ জন্য পাঠ্য পুস্তকের বাইরেও অন্যান্য বই পড়ার সুযোগ করে দিতে হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. মজিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, অভিভাবক ডা. মঞ্জু রানী রায়, মো.সেলিম প্রমুখ।

পরে বিকেলে নীলফামারী সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক লায়লা আরজুমান্দ বানুর সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।