ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

২০ দলের ৭২ ঘণ্টার হরতাল চলছে

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
২০ দলের ৭২ ঘণ্টার হরতাল চলছে প্রতীকী

ঢাকা: অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি দেশব্যাপী বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকে চলছে টানা ৭২ ঘণ্টার হরতাল।

রোববার (২২ মার্চ) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে বুধবার (২৫ মার্চ) সকাল ৬টা পর্যন্ত।



হরতালের সমর্থনে ভোরে রাজধানী কিংবা দেশের অন্যান্য এলাকায় ২০দলের নেতা-কর্মীকে কোনো কর্মসূচি পালনের খবর পাওয়া যায়নি। অন্যান্য দিনের মতোই চলছে স্বাভাবিক কার্যক্রম।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সড়কে গণপরিবহনের পাশাপাশি নামতে শুরু করেছে ব্যক্তিগত গাড়িও। খুলেছে দোকান-পাট ও কল-কারখানাও।  

তবে হরতাল শুরুর আগে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও পেট্রোলবোমার বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধ-হরতাল সমর্থকরা।

এরমধ্যে মাগুরায় একটি ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করায় নয় শ্রমিক দগ্ধ হয়েছেন। এরমধ্যে মারা গেছেন একজন।

হরতালে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে শনিবার (২১ মার্চ) বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক বিবৃতে এই হরতাল ঘোষণা করা হয়।

এ ঘোষণার মাধ্যমে টানা ৮ সপ্তাহ ধরে শুক্র ও শনিবার সরকারি ছুটির দিন বাদে সব কর্মদিবসে হরতাল কর্মসূচির ‘সংস্কৃতি’ বজায় রাখছে সরকার বিরোধী এ জোটটি।

৫ জানুয়ারির পর থেকে ৮ সপ্তাহ ধরে প্রথমে ৭২ ঘণ্টা, পরে আরও ৪৮ ঘণ্টা বাড়িয়ে সপ্তাহের সব কর্মদিবসে হরতাল দিয়ে আসছে ২০ দল।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদসহ ২০ দলের আটক নেতা-কর্মীদের মুক্তি এবং গুম, খুন, অপহরণ, নির্যাতন ও গ্রেফতার বন্ধের দাবিতে এ হরতাল ডাকা হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

** ২৬ মার্চ থেকে অবরোধ-হরতাল থাকছে না ঢাকা-চট্টগ্রামে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।