ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

২০ দলের হরতালে স্বাভাবিক সিলেট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
২০ দলের হরতালে স্বাভাবিক সিলেট

সিলেট: আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্য দিয়ে সিলেটে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতাল চলছে। রোববার (২২ মার্চ) সকালে হরতাল শুরু হলেও সিলেটের জনজীবনে এর কোন প্রভাব পড়েনি।

নগরীর ব্যস্ততম সড়ক-মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

এদিকে প্রতিবেদন লেখা পর্যন্ত হরতাল সমর্থকদের মাঠে দেখা যায়নি। ফলে অনেকটা স্বাভাবিকভাবেই যান চলাচল করছে। যানবাহনের চাপের কারণে অনেক স্থানে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটেরও।

নগরী ঘুরে দেখা গেছে, রাস্তায় পিকেটিং না থাকায় রিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশাসহ হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। খোলা রয়েছে দোকানপাট।

ব্যাংক, সরকারি-বেসরকারি অফিসগুলোতে সেবাগ্রহীতা মানুষের চাপ রয়েছে। আদালত পাড়াতেও দেখা গেছে ভীড়। খোলা রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানও।

আঞ্চলিক সড়কগুলোতে যান চলাচল করছে। গন্তব্যের উদ্দেশে সিলেট টার্মিনাল থেকে ছাড়ছে দূরপাল্লার  বাসও। এছাড়া এলোমেলো সূচি ধরেই চলছে ট্রেন।

অন্যদিকে হরতাল  চলাকালে সিলেটের কোথাও  কোন ধরনের অপ্রীতিকর  ঘটনার খবর পাওয়া যায়নি। নগরীতে যে কোন ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সন্দেহ হলে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিপুল সংখ্যক পুলিশকে অবস্থান নিতে দেখা গেছে।

নগরীর বিভিন্ন পয়েন্টে ও ‍মোড়ে পুলিশ র্যাবের সমান উপস্থিতির পাশাপাশি মহাসড়কগুলোতেও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। মাঠে রয়েছে বিজিবিও।

এ বছরের ৫ জানুয়ারি বিএনপির কর্মসূচি পালনকে কেন্দ্র করে সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেয় দলটি। পরে এর সঙ্গে বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে দফায় দফায় হরতাল পালন করে আসছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।