ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

জঙ্গিবাদের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
জঙ্গিবাদের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। কোনো ধর্মেরও সম্পর্ক নেই।

জঙ্গিবাদীরা সন্ত্রাসী, সন্ত্রাসই তাদের ধর্ম। এ সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশের মাটিতে স্থান হবে না।

রোববার (২২ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যে ইসলামের নামে নাশকতাকারীদের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। এমনকি বিশ্ব ইজতেমা ও ঈদ-ই-মিলাদুন্নবীর সময় হরতাল-অবরোধকারী বিএনপি-জামায়াত জোটেরও কড়া সমালোচনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।