ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। কোনো ধর্মেরও সম্পর্ক নেই।
রোববার (২২ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বক্তব্যে ইসলামের নামে নাশকতাকারীদের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। এমনকি বিশ্ব ইজতেমা ও ঈদ-ই-মিলাদুন্নবীর সময় হরতাল-অবরোধকারী বিএনপি-জামায়াত জোটেরও কড়া সমালোচনা করেন তিনি।
বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫