ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

স্বামীকে পেতে প্রধানমন্ত্রীর নির্দেশ চান হাসিনা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
স্বামীকে পেতে প্রধানমন্ত্রীর নির্দেশ চান হাসিনা ছবি: জাহিদ সায়মন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে নিখোঁজ বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদেকে সুস্থ-স্বাভাবিক অবস্থায় ফেরৎ চেয়েছেন তার সহধর্মিনী হাসিনা আহমেদ। এ জন্য তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ দাবি করেন।

 
 
রোববার (২২ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
 
সংবাদ সম্মেলনে হাসিনা আহমেদ বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী ১২ দিন আগে আমার স্বামীকে যে অবস্থায় নিয়ে গেছে, ঠিক সেভাবে যেন তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে যায়।
 
আমার বিশ্বাস, দেশের সব মহল যে যার অবস্থানে সোচ্চার হলে আমার স্বামীকে ফিরে পাবো। আমার সন্তানেরা তার বাবাকে ফিরে পাবে।
 
তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীই আমার স্বামীকে তুলে নিয়ে গেছে। তাদের দায়িত্ব হলো- তাকে সুস্থ-স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেওয়া। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, তিনি যেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন, আমার স্বামীকে অক্ষত অবস্থায় জনসমক্ষে ফিরিয়ে দেয়ার।
 
হাসিনা আহমেদ বলেন, আমি এবং আমার সন্তানেরা অস্থির সময় কাটাচ্ছি! আমি আমার স্বামীর সন্ধান চাই।  
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সুকোমল বড়ুয়া।
 
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩ জানুয়ারি থেকে দেশ একটি গভীর রাজনৈতিক সঙ্কটের দিকে অগ্রসর হচ্ছে। এর মধ্যে গুপ্ত হত্যা, অপহরণ ও গুম সমাজে নতুন কোনো ঘটনা নয়। গত বারোদিন আগে উত্তরার বাসা থেকে সালাহ উদ্দিন আহমেদকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আজ পর্যন্ত তার খোঁজ মেলেনি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করছে।
 
এ অবস্থায় তার সন্ধানের জন্য আমরা নাগরিক সমাজ ক্ষমতাসীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আশা করি সালাহ উদ্দিন আহমেদ দ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন।
 
সুপ্রিমকোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিতত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরো ছিলেন- অধ্যাপক মো. আখতার হোসেন, প্রফেসর ওবায়দুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।