ঢাকা: আসন্ন ঢাকা (উত্তর-দক্ষিণ) সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)।
তবে গুম হওয়ার আশঙ্কায় দুই সিটি কর্পোরেশনে দুই জন করে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির সভাপতি আবুল কালাম আজাদ।
রোববার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে মেয়র প্রার্থীদের এই নাম ঘোষণা করেন তিনি।
ঢাকা সিটি করপোরেশন উত্তরে মেয়র প্রার্থী হিসেবে বিএনএফ শ্রমিক ফ্রন্টের আহ্বায়ক আতিকুর রহমান নাজিম এবং ফ্রন্টের নেতা এওয়াইএম কামরুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
ঢাকা দক্ষিণের জন্য ফ্রন্টের দপ্তরে নিয়োজিত শফিউল্লা চৌধুরী এবং সাবেক সরকারি কর্মকর্তা ও মহিলা ফ্রন্টের আহ্বায়ক নাসিরা খাতুনকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন বিএনএফ সভাপতি।
তবে প্রত্যেক কর্পোরেশনের জন্য দুই জন করে প্রার্থীর নাম ঘোষণা কেন ? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে বিএনএফ সভাপতি বলেন, দেশে বর্তমানে রাজনীতিতে অপহরণ-গুম ও খুনের প্রচলন হয়েছে। তাই আমরা সিটি নির্বাচনে দু’জন করে প্রার্থীর নাম ঘোষণা করেছি। একজন গুম হয়ে গেলে অন্যজন নির্বাচনে অংশ নেবেন।
এ সময় তিনি ঢাকা সিটি নির্বাচনের উত্তর-দক্ষিণ দুটিতেই ঘোষিত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের জন্য নির্দেশ দেন।
সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ সরকারের কাছে তিনটি দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো-২৬ মার্চকে জাতীয় দিবস নয়-শুধু স্বাধীনতা দিবস ঘোষণা, ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা ও ‘জয়বাংলা’ স্লোগানকে রাষ্ট্রীয় স্লোগান ঘোষণা এবং বঙ্গুবন্ধু পরিবারকে শহীদ পরিবার ঘোষণা।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫