ফরিদপুর: ইসলামিক ফাউন্ডেশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ফরিদপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ মার্চ) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বর হয়ে ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের উপপরিচালক এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. আনোয়ারুল ইসলাম।
এ সময় বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের সহকারী উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫