ঢাকা: কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াহেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জামায়াত।
রোববার (২২ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ শোক বাণী জানান।
এতে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
আব্দুল ওয়াহেদ রোববার (২২ মার্চ) ভোরবেলা হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর।
১৯৮৬ সালে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫