ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে বিএনপিপন্থি আইনজীবীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
নোয়াখালীতে বিএনপিপন্থি আইনজীবীদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় ফেরত ও নিখোঁজ নেতাকর্মীদের সন্ধানের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা।

রোববার (২২ মার্চ) দুপুর সাড়ে ১২টায় জেলা জজ কোর্টের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।



পরে এক সংক্ষিপ্ত সমাবেশে নোয়াখালী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবদুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুর রহিম, বারের সাবেক সভাপতি বিইউএম কামরুল ইসলাম, বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন ও সাবেক সম্পাদক অ্যাডভোকেট তাফছির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।