ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

সিটি নির্বাচনে হারলেও মেনে নেবে ক্ষমতাসীনরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
সিটি নির্বাচনে হারলেও মেনে নেবে ক্ষমতাসীনরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীরা হেরে গেলেও নির্বাচনের ফলাফল মেনে নেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২২ মার্চ) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনের ডিটিসিএ সভা কক্ষে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ পরিচালনা পরিষদের পঞ্চম সভায়  তিনি এ কথা জানান।



সভার সভাপতি হিসেবে উপস্থিত থেকে ওবায়দুল কাদের বলেন, ২৯ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণ এবং চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচন হতে যাচ্ছে। আমরা আশা করি সকলের অংশগ্রহণে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে যে বা যারাই জিতুক, আমরা কোনো হস্তক্ষেপ করবো না এবং ক্ষমতাসীনদের প্রার্থী হেরে গেলেও আমরা ফলাফল মেনে নেবো।

ফলাফল মেনে নেওয়ার মনমানসিকতা আওয়ামী লীগের আছে মন্তব্য করে তিনি বলেন, এর আগেও আমরা নির্বাচনের উপর কোনো হস্তক্ষেপ করিনি। চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, গাজীপুরে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করে সরকার প্রমাণও দেখিয়েছে।

মন্ত্রী দেশের জনগণকে হরতাল, অবরোধ, পেট্রোল বোমা, ককটেলসহ যাবতীয় নাশকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। নাশকতা রুখে দাঁড়ালে নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের এ শীর্ষ নেতা।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।