ঢাকা: চাঁদপুরে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ খন্দকার শরীফুল ইসলাম (৩৫) নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (২২ মার্চ) দুপুর সোয়া ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরীফুল যশোর জেলার জিগোরগাছা এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে।
তার আত্মীয় আজাদ জানান, গত বুধবার (১৮ মার্চ) ট্রাক মালিক শরীফুল যশোর থেকে গরু বোঝাই করে চট্টগ্রাম যায়। সেখান থেকে কাগজের রোল নিয়ে খুলনা যাওয়ার পথে দিনগত রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর ফেরীঘাট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রোলবোমা হামলা চালায়। এতে ট্রোকে থাকা পাঁচজন দগ্ধ হন এবং ঘটনাস্থলেই চালক জাহাঙ্গীর মারা যান।
চিকিৎসক জানিয়েছিলেন পেট্রোলবোমায় শরীফুলের শরীরের শতকরা ৮৮ ভাগ পুড়ে গেছে।
একই ঘটনায় ট্রাকে থাকা গরুর রাখাল খোরশেদ আলমের (৩৫) শরীরের শতকরা ৩০ ভাগ ও সহকারী চালক (হেলপার) রুবেলের (২০) ২৫ ভাগ পুড়ে যায়।
তারা দু’জনই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫