ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

মাগুরায় জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
মাগুরায় জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরায় পেট্রোলবোমা হামলা করে ২শ্রমিক হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ।

রোববার দুপুর ১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুণ্ডু।



এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা আলহাজ তানজেল হোসেন খান, গোলাম ফাত্তাহ, অ্যাডভোকেট রোস্তম আলী, আলহাজ গোলাম মওলা মোল্লা, বাসুদেব কুণ্ডু ও ছাত্রলীগ সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ।

পেট্রোলবোমা মেরে ২ শ্রমিককে হত্যা ও ৭ জনকে গুরুতর দগ্ধ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। একই সঙ্গে রোবার বিকেল ও ২৪ মার্চ জেলা শহরে সন্ত্রাস বিরোধী গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।