মাগুরা: মাগুরায় পেট্রোলবোমা হামলা করে ২শ্রমিক হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ।
রোববার দুপুর ১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুণ্ডু।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা আলহাজ তানজেল হোসেন খান, গোলাম ফাত্তাহ, অ্যাডভোকেট রোস্তম আলী, আলহাজ গোলাম মওলা মোল্লা, বাসুদেব কুণ্ডু ও ছাত্রলীগ সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ।
পেট্রোলবোমা মেরে ২ শ্রমিককে হত্যা ও ৭ জনকে গুরুতর দগ্ধ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। একই সঙ্গে রোবার বিকেল ও ২৪ মার্চ জেলা শহরে সন্ত্রাস বিরোধী গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫