ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে উপ-নির্বাচনের ভোট গণনা চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
সিলেটে উপ-নির্বাচনের ভোট গণনা চলছে

সিলেট: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৭নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনের ভোট গণনা চলছে।

রোববার (২২ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হয়।



ভোট গ্রহণ শেষে ওয়ার্ডের আটটি কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। বিকেল পৌনে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছিলো।

এদিকে, কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা এসএম এজহারুল হক।

তিনি বলেন, আশা করছি ঘণ্টাখানেক পর নির্বাচনের ফলাফল পেতে শুরু করবো। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরণের বিশৃঙ্খলা হয়নি। তাছাড়া ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক ছিল।

২০১৩ সালের ২৭ মে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন নজিবুর রহমান নিরু। গত বছরের ১৬ ডিসেম্বর তার মৃত্যু হলে পদটি শূন্য হয়।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

** সিসিক’র ৭ নং ওয়ার্ডে ভোটগ্রহণ চলছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।