গাজীপুর: ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন হরতালের সমর্থনে জেলার কোথাও কোনো মিছিল বা পিকেটিং এর খবর পাওয়া যায়নি। জেলার সব জায়গাতেই যানবাহন চলাচল ছিলো স্বাভাবিক।
রোববার (২২ মার্চ) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত সারা জেলায় খোঁজ নিয়ে জানা যায়, হরতালে কোথাও কোনো পিকেটিং হয়নি। মাঠে দেখা যায়নি হরতাল সমর্থিত কোনো নেতাকর্মীকে।
গত ২৪ ঘণ্টায় জেলায় কোনো রাজনৈতিক নেতাকর্মী আটকের খবর পাওয়া যায়নি।
এদিকে হরতাল চলাকালে সকল রুটে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। রাস্তায়ও মানুষের যাতায়াত আগের তুলনায় অনেক বেশি।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫