ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

এরশাদের উপদেষ্টা ববি হাজ্জাজকে অব্যাহতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
এরশাদের উপদেষ্টা ববি হাজ্জাজকে অব্যাহতি ববি হাজ্জাজ

ঢাকা : জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশেষ উপদেষ্টা জাতীয় পার্টির কোনো সাংগঠনিক বা গঠনতান্ত্রিক পদ নয়, বিধায় পার্টি চেয়ারম্যান তার নিজ এখতিয়ারে তাকে অব্যাহতি দিয়েছেন বলে এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় নিশ্চিত করেছেন।



ববি হাজ্জাজকে জাতীয় পার্টির চেয়ারম্যান শুধুমাত্র বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ করেছিলেন। এই দায়িত্ব থেকে তাকে অব্যাহতি প্রদান করায়, জাতীয় পার্টির সাথে তার আর কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকবেনা বলে পার্টি চেয়ারম্যান নির্দেশ প্রদান করেছেন।

পার্টি সুত্র জানিয়েছে, জাতীয় পার্টি ডিসিসি উত্তরে বাহাউদ্দিন আহমেদ বাবুলকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন। কিন্তু এরশাদের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে শনিবার (২০ মার্চ) ববি হাজ্জাজ জাতীয় পার্টির কিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে নিজেকে পাল্টা মেয়র প্রার্থী ঘোষণা করেন। এতেই চটে যান এরশাদ। প্রার্থী ঘোষণার একদিনের ব্যবধানে তাকে বহিষ্কার করা হলো।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।