ঢাকা: আসন্ন ঢাকা সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণ) নির্বাচনে মেয়র পদে ১১ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, সদ্য বহিষ্কৃত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা হাজ্জাজ বিন মুসা ববি (ববি হাজ্জাজ), জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বাহাউদ্দিন আহমেদ বাবুল, যুব ইউনিয়নের সভাপতি আব্দুল্লাহ আল কাফি ও শিল্পপতি হেলেনা জাহাঙ্গীরসহ ১১ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ডিসিসি উত্তরের নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, রোববার (২২ মার্চ) বাহাউদ্দিন আহমেদ বাবুল, ববি হাজ্জাজ, আব্দুল্লাহ আল কাফি, মিসেস হেলেনা জাহাঙ্গীর হেলেন, জাতীয় স্বাধীনতা পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, শামসুল আলম চৌধুরী, আনিসুজ্জামান খোকন ও জামান ভুঁইয়া মনোনয়নপত্র কিনেছেন।
আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের ছেলে ববি হাজ্জাজ জাতীয় পার্টির সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র হিসেবে ভোটে লড়বেন বলে ঘোষণা দিয়েছেন। এছাড়া এখন পর্যন্ত একমাত্র নারী মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হেলেনা জাহাঙ্গীর।
ডিসিসি দক্ষিণের নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম বাংলানিউজকে বলেন, মো. আখতারুজ্জামন, বাহরানে সুলতান বাহার ও রিয়াজ উদ্দিন মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তফসিল ঘোষণার পর এ পর্যন্ত মোট ১৩ জন মেয়র পদপ্রার্থী ও শতাধিক কাউন্সিলর পদপ্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল এ দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ মার্চ। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ এপ্রিল।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫