ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।

রোববার (২২ মার্চ) বিকেলে দলের সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, ২৪ মার্চ বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে কেন্দ্রীয়ভাবে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় রনাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য বুদ্ধিজীবীরা অংশ নেবেন।

২৬ মার্চ সকাল ৮টায় সাভার স্মৃতিসৌধে এবং সকাল ১০টায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা দিবেদন করবেন দলীয় নেতাকর্মীরা।

এছাড়া ওইদিন প্রত্যুষে সারাদেশে বিএনপির সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।