ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

সিটি নির্বাচন বিএনপির জন্য বড় সুযোগ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
সিটি নির্বাচন বিএনপির জন্য বড় সুযোগ ছবি: সায়মন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজ উদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন দেশের রাজনৈতিক সংকট থেকে উত্তরণের এক বড় সুযোগ। একইসঙ্গে তা বিএনপির জন্যও।



রোববার (২২ মার্চ) বিকালে জাতীয় প্রেসক্লাবের হলরুমে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এমাজ উদ্দিন আরো বলেন, অগ্রসর যেহেতু হতেই পারছি না, সেখানে একটা পথতো তৈরি হলো! কিন্তু নির্বাচন করতে হলে নিয়ম-কানুন মানতে হবে। তবে যারা নির্বাচনে অংশ নেবেন তাদের যেন ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা’ দিয়ে আটক করে রাখা না হয়।
‘বহুদলীয় গণতন্ত্র: জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সহ সভাপতি ডা. আব্দুল কুদ্দুস।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ উপাচার্য বলেন, গণতন্ত্রের জন্যই ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, সেদিন বাংলাদেশ তার জয়যাত্রা শুরু করেছিল গণতন্ত্রের গলায় ফাঁসির দড়ি নিয়ে।

তার প্রমাণ হলো, দেশ স্বাধীনের মাত্র আড়াই বছরের মাথায় গণতন্ত্র নির্বাসিত হয়। গণতন্ত্র যেন দেশের মাটিতে বিকাশ লাভ করতে না পারে তার সকল ব্যবস্থা হয়েছিল। বর্তমান বাংলাদেশেও গণতন্ত্রকে নির্বাসন দেওয়া হয়েছে।

এই গণতন্ত্রকে ফিরিয়ে আনতেই বিএনপির নির্বাচনে অংশ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন এমাজ উদ্দিন আহমেদ।  

আলোচনা সভায় আরো বক্তব্য দেন সাংবাদিক রুহুল আমিন গাজী, ড. এমতাজ হোসেন, মো. লুৎফর রহমান, এম জহির আলী ও বাহাউদ্দিন বাহার।

আলোচকরা বিএনপিকে চলমান আন্দোলনের অংশ হিসেবেই আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।