ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

নাটোরে প্রাইভেটকার চাপায় বিএনপি নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
নাটোরে প্রাইভেটকার চাপায় বিএনপি নেতা নিহত ছবি : প্রতীকী

নাটোর: নাটোরে প্রাইভেটকার চাপায় মোখলেসুর রহমান (৪৫) নামে ওয়ার্ড বিএনপির এক নেতা নিহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরতলীর গাজীর বিলে এ দুর্ঘটনা ঘটে।



নিহত মোখলেছুর নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি নাটোর সদর উপজেলার চরতেবাড়িয়া গ্রামের মৃত ডা.শামসুর রহমানের ছেলে।

ঘটনার পরপরই পুলিশ নাটোর আদালতের সামনের মহাসড়কে বেরিকেড দিয়ে চালকসহ প্রাইভেটকারটি আটক করে। তবে তাৎক্ষণিকভাবে চালকের নাম ঠিকানা জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার বিকেলে বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোখলেসুর রহমান নাটোর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে তিনি শহরতলীর গাজীর বিলে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৫-১৮১৮) তাকে বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।