ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সিসিক নির্বাচনে আফতাবের জয়লাভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
সিসিক নির্বাচনে আফতাবের জয়লাভ আফতাব হোসেন খান

সিলেট: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব হোসেন খান।

আফতাব ঘুড়ি প্রতীক নিয়ে মোট ৩ হাজার ৯শ’ ৬৭টি ভোট পেয়ে জয়লাভ করেছেন।

তার নিকটতম প্রতিদ্বন্ধী জামায়াতের সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ লাঠিম প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫শ’ ৫৩ ভোট।
 
সিলেটের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এসএম এজহারুল হক রোববার (২২ মার্চ) সন্ধ্যায় বেসরকারিভাবে তাকে এ ফলাফল ঘোষণা করেন।  

এছাড়া অন্য প্রার্থীর মধ্যে ঠেলাগাড়ি প্রতীক নিয়ে মুহিবুর রহমান ছাবু পেয়েছেন ৯শ ৩৯ ভোট, ব্যাডমিন্টন ৠাকেট প্রতীক নিয়ে মো. আব্দুল করিম শামীম পেয়েছেন মাত্র ৫১ ভোট, রেডিও প্রতীক নিয়ে সৈয়দ বাহারুল ইসলাম শামীম পেয়েছেন ৩শ’ ৫০ ভোট।

এ ওয়ার্ডে ভোটার সংখ্যা প্রায় ১৮ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৯ হাজার ৪৯ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৬শ ৫২ জন। নির্বাচনে মোট ৭ হাজার ৯শ’ ১৭ কাস্ট হয়।   বাতিল হয় ৫৭টি এবং ৭ হাজার ৮শ’ ৬০ ভোট বৈধ হয়।

এর আগে (২২ মার্চ) রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রে  টানা ভোটগ্রহণ হয়।

২০১৩ সালের ২৭ মে সিসিকের ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নজিবুর রহমান নীরু নির্বাচিত হন। গত ১৬ ডিসেম্বর তার মৃত্যুতে কাউন্সিলর পদটি শুন্য হয়। গত ১১ ফেব্রুয়ারি সিলেট বিভাগীয় নির্বাচন কমিশন ২২ মার্চ ওই ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেয়।
 
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

** সিলেটে উপ-নির্বাচনের ভোট গণনা চলছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।