ঢাকা: সরকার দলীয় সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলা এবং পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা দুটি মামলায় ৬ মাসের জামিন পেয়েছেন যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল।
রোববার (২২ মার্চ) বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট অবকাশকালীন বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।
এ জামিনের ফলে কারা মুক্তিতে কোনো বাধা নেই বলে বাংলানিউজকে জানিয়েছেন আইনজীবী সগীর হোসেন লিয়ন। তবে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরুল্লাহ।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতি মামলায় বকশি বাজার আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে হাজির হওয়াকে কেন্দ্র করে গত ২৪ ডিসেম্বর ওই এলাকায় বিএনপি ও সরকার সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে সাংসদ ছবি বিশ্বাসের ওপর মামলা করা হয়। এ ঘটনায় ছকবাজার ও শাহবাগ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
২৭ ডিসেম্বর আলালকে তার মোহাম্মদপুরের বাসা থেকে আটক করা হয়। পরে এ মামলা দুটোয়া তাকে গ্রেফতার দেখানো হয়।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫