ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

বোমা বহনকালে বিস্ফোরণে বিএনপিকর্মী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
বোমা বহনকালে বিস্ফোরণে বিএনপিকর্মী আহত ফাইল ফটো

যশোর: যশোরের অভয়নগরে ব্যাগে হাত বোমা বহনকালে বিস্ফোরণে আব্দুল্লাহ আল মামুন (২৫) নামে বিএনপির এক কর্মী গুরুতর আহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বুইকরা গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি বুইকরা গ্রামের ইদ্রিস আলী গাজীর ছেলে।
 
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, একটি ব্যাগে হাতবোমা নিয়ে যাচ্ছিলেন বিএনপি কর্মী মামুন। এ সময় বোমাটি বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ হেফাজতে চিকিৎসা চলছে তার।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।