সিলেট: সিলেটে গুলি চালিয়ে পুরনো আস্তানার দখল নিলেন মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক পিযূষ কান্তি দে।
রোববার (২২মার্চ) সন্ধ্যা ৮টার দিকে জিন্দাবাজারের জল্লারপাড় সড়কে সশস্ত্র মহড়া দিয়ে পতিপক্ষকে বের করে দিয়ে পুরনো আস্তানার দখল নেয় পিযূষ ও তার বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানান- ঘটনার সময় আগ্নেয়াস্ত্র হাতে পিযূষ কান্তি দে সহ ৩০/৪০ জন নেতাকর্মী কাশ্মির গ্রুপ খ্যাত বিধান গ্রুপের উপ গ্রুপ পারভেজসহ নেতাকর্মীদের ওপর হামলা করে। এসময় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় তারা। স্থানীয়রা এসময় ৩/৪ রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়েছেন। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা আরও জানান- প্রায় বছর খানেক আগে নগরীর জল্লারপাড় রূপায়ন টেইলার্স সংলগ্ন একটি টিনসেড ঘরে নিজের আড্ডাখানা খুলে বসেন পিযূষ। এক সময় একটি ইনস্যুরেন্স কোম্পানীর সঙ্গে আপোষ হওয়ায় ওই স্থান ত্যাগ করেন তিনি। এক পর্যায়ে ওই স্থানের দখল নেন কাশ্মির গ্রুপের ছাত্রলীগ নেতা পারভেজ।
রোববার তাকে হঠিয়ে দিয়ে পুরনো সেই আস্তানায় ফিরেন পিযূষ। তবে তার প্রত্যাবর্তনে অস্ত্রের ঝনঝনানিতে খানিকটা হলেও আতঙ্কে ভোগছেন নগরীর ওই এলাকার বাসিন্দারা।
তবে আগ্নেয়াস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ওদের কাছে রামদা ছিল। রামদা নিয়েই উভয় গ্রুপ একে অপরকে ধাওয়া করে।
এর আগে বুধবার (১১মার্চ) সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট নগরীর তালতলায় পিযূষ গ্রুপের সঙ্গে জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ গ্রুপের সংঘর্ষ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পরদিন বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ১০টায় এ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫