ঢাকা: যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলীকে রাজনৈতিক ভাবে হেয় করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর বিএনপি।
রোববার (২২ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান ঢাকা মহানগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল।
তারা বলেন, মীর নেওয়াজ আলীকে পুলিশি হয়রানির উদ্দেশে তার ভাড়া দেওয়া বাসায় ককটেল ও বিষ্ফোরক দ্রব্য রেখে তাকে ফাঁসানোর অপতৎপরতা চালানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পরিকল্পিতভাবে হয়রানি করার জন্য যে বাসায় এরকম অপতৎপরতা চালানো হয়েছে প্রকৃত পক্ষে সে বাসাতে নেওয়াজ আলী নেওয়াজ থাকেই না।
নেতৃদ্বয় বলেন, বিএনপির গণতান্ত্রিক আন্দোলন ঠেকানোর জন্য সারাদেশে নেতাকর্মীদের মিথ্যা ও সাজানো মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। এ ব্যাপারে সজাগ ও সতর্ক থাকার জন্য নেতৃবৃন্দ সারাদেশের নেতাকর্মীদের প্রতি আহবান জনান এবং সরকারের প্রতি এই অপতৎপরতা বন্ধের দাবিও জানান।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফাত আলী সপুর ছোট ভাই মীর নেওয়াজ আলী নেওয়াজ।
বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫